গোলাপগঞ্জ (সিলেট) থেকে,আজিজ খান : সিলেটের গোলাপগঞ্জে বে-সরকারী শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয় করণ, বৈশাখী ভাতা, পাঁচ ভাগ ইনক্রিমেন্ট ও চাকরির মেয়াদ শেষ হওয়ার পর অবসর ও কল্যাণ তহবিল প্রাপ্তি নিশ্চিতসহ চার দফা দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ঘটিকায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র গোলাপগঞ্জ শাখার উদ্যোগে উপজেলার ঢাকাদক্ষিন উচ্চ বিদ্যালয় ও কলেজে অত্র কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সিমিতির (বাশিস) এর গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রেজাউল আমিনের সভাপতিত্বে ও ফুলশাইন্দ দ্বি প্রাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও (বাশিস) এর উপজেলা শাখার সচিব সুজা মোহাম্মদ এবং বরায়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু জাফর মোহাম্মদ ফয়ছলের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) উপজেলা শাখার সহ-সভাপতি ইসমাইল উদ্দিন খান, মোঃ তাজুল ইসলাম, মোঃ মহি উদ্দিন, জাকারিয়া চৌধুরী বাছিত, আায়োজিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক তারেক জলিল, জেলা বাশিস এর অর্থ সম্পাদক নুরুল ইসলাম ও আব্দুল বাছিত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কাজল কান্তি দাস, গোলাম মোস্তফা, জসিম, অসীত চক্রবর্তী, ফয়ছল আহমদ, বেলাল আহমদসহ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বৈশাখী ভাতা, পাঁচ ভাগ ইনক্রিমেন্ট ও চাকরির মেয়াদ শেষ হওয়ার পর অবসর ও কল্যাণ তহবিল প্রাপ্তি নিশ্চিতসহ তাদের চাকুরী জাতীয় করণ বাস্তবায়ন করতে হবে। অন্যতায় তারা আগামীতে আরো কঠোর কর্মসূচীর মাধ্যমে রাজপথে নেমে তাদের দাবি আদায় করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে