vokta

বিডি নীয়ালা নিউজ(১৬ই মার্চ১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধিরাজশাহী):  সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ। বাস্তবে তার উল্টটাই হয়ে থাকে। যেন ভোক্তা অধিকার আইন আছে, প্রয়োগ নেই। ভোক্ত অধিকার সংরক্ষন আইনে যে নিয়মকানুনের কথা উল্লেখ করা হয়েছে তা কর্তৃপক্ষের উদাসিনতার কারণে অকার্যকর। যথাযথ ব্যবহার না হওয়ায় সাধারণ ভোক্তারা হচ্ছেন প্রতারিত। এ আইনে প্রতিটি দোকানে দ্রব্যের মূল্য তালিকা থাকা অবশ্যক হলেও তা কেউ মানছে না। আবার কোথাও কোথাও থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসিনতার কারণে নির্ধারিত মূল্যের চেয়ে সাধারণ জনগণের কাছে থেকে অতিরিক্ত মূল্য আদায় করছে দোকানীরা। এতে করে সাধারণ জনগণ ভোক্তা অধিকার সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বাস্তবায়নের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত অজ্ঞাত কারণে সে সেমিনারটি অনুষ্ঠিত হয়নি। কিন্তু সেমিনারের জন্য আগত ব্যক্তিদের হাজিরা খাতায় সাক্ষর নিয়ে রাখা হয়। এত সাধারণ জনগণের মনে সংশ্রয় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার সচেতন মহলের দাবি, ভোক্তা অধিকার সংরক্ষন আইন শুধু কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে তার বাস্তবে প্রয়োগ করতে হবে। তা না হলে সাধারণ মানুষ একসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন  বলে কিছু আছে তা বিশ্বাস করবে না এবং আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে