160320101537_airlander_10_624x351_hybridairvehiclesltdpawire

বিডি নীয়ালা নিউজ(২১ই মার্চ১৬)- আন্তর্জাতিক প্রতিবেদনঃ

বিশ্বের সবচেয়ে দীর্ঘ উড়োজাহাজ এয়ার‌ল্যান্ডার-১০ এর ছবি প্রকাশ করা হয়েছে।

উড়োজাহাজটি পরীক্ষামূলকভাবে চালানোর আগে এর ছবি প্রকাশ করা হয়।

আজ সোমবার এর কাজ শেষ করে এটি উন্মুক্ত করার কথা রয়েছে।

৯২ মিটার লম্বা এই উড়োজাহাজটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ যাত্রীবাহী বিমানের তুলনায় ১৮ মিটার বেশি লম্বা।

ব্রিটিশ কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকেলস (এইচএভি) এ উড়োজাহাজটির নকশা করেছে এবং এটি তৈরি করতে প্রায় নয় বছর সময় লেগেছে।

এটি টানা তিন সপ্তাহ আকাশে থাকতে পারবে। জ্বালানি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে হিলিয়াম।

যুক্তরাজ্যের সবচেয়ে বড় এয়ারক্র্যাফট হ্যাঙ্গার বেডফোর্ডশায়ারের কার্ডিংটনে এটি তৈরি করা হয়েছে এবং এখান থেকেই এ উড়োজাহাজটি পরীক্ষামূলকভাবে উড়ানো হবে।

এ উড়োজাহাজটি বাতাসের চেয়ে সামান্য ভারি হওয়ায় পানি ও বরফসহ যেকোন স্থানে অবতরণ করতে পারবে।

নির্মাতা প্রতিষ্ঠান হাইব্রিড এয়ার ভেহিকেলস দাবী করছে এই উড়োজাহাজটি কোনও শব্দ করে না এবং বায়ু দূষণও করবে না।

ফলে আকাশপথে যাতায়াতে এটি নতুন যুগের শুরু করবে।

প্রতিষ্ঠানটি আশা করছে তারা ২০১৮ সালের মধ্যে আরও ১২টি এয়ারল্যান্ডার তৈরি করতে পারবে।

ধারণা করা হচ্ছে, এয়ারল্যান্ডার ভারী মালামাল বহন করার পাশাপাশি ৪৮জনেরও বেশি যাত্রী বহন করতে পারবে।

BBC

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে