160312024327_demonstrators_cheer_after_republican_us_presidential_candidate_donald_trump_cancelled_his_rally_at_the_university_of_illinois_at_chicago_640x360_reuters_nocredit

বিডি নীয়ালা নিউজ(১২ই মার্চ১৬)অনলাইন প্রতিবেদনঃ   আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মনোয়নের দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প শিকাগো শহরে বিক্ষোভের মুখে তার একটি সমাবেশ বাতিল করে দিতে বাধ্য হয়েছেন।

ইলিনয় বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ স্থলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এবং তার বিপক্ষের লোকদের মধ্যে সংঘাত শুরু হয়।

এসময় সেখানে এক বিশৃঙ্খল পরিস্তিতির সৃষ্টি হয়। সমাবেশস্থলের বাইরেও হাজার হাজার লোক বিক্ষোভ করতে থাকে।

বিক্ষোভকারীদের অনেকেডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদের দায়ে অভিযোগ করেন।

মি. ট্রাম্প বলেন , তার বিরুদ্ধে এই ক্রোধে মার্কিন অর্থনীতির ব্যাপারে জনতার যে হতাশা – তারই বহিপ্রকাশ ঘটেছে। তিনি আরো বলেন, এখানে তার স্বাধীনভাবে বক্তব্য দেবার অধিকার লংঘিত হয়েছে।

মি. ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ বিক্ষোভকারীদের নিন্দা করেছেন, তবে তার মতো মি. ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান সহিংসতাকে উস্কে দিয়েছে।

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, সমাজে বিভাজন সৃষ্টিকারী এসব কথাবার্তা সব আমেরিকানের জন্যই উদ্বেগের বিষয়।

সূত্রঃ বিবিসি বাংলা ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে