সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে বাবুল আক্তার নামের ১০ম শ্রেণির এক স্কুল ছাত্র মারা গেছে। জানা যায়, ঘটনার সময় ওই ছাত্র কানে হেড ফোন দিয়ে রেললাইন ধরে হাটছিল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উল্লাপাড়া পৌর শহরের খোন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র বাবুল আক্তার সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উত্তর ও দক্ষিণ বঙ্গ রেলপথের উল্লাপাড়া রেল ষ্টেশন থেকে দেড় কিলোমিটার উত্তরে শিবপুর গ্রামের নিকট ঢাকা-দিনাজপুরগামী আন্তঃনগর একতা ট্রেনের সাথে ধাক্কা খায়।

সে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়ে কানে হেড ফোন দিয়ে গান শুনতে শুনতে রেলপথ দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় সে ট্রেন আসার শব্দ শুনতে পায়নি। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেবার পথে সে মারা যায়। নিহত বাবুল আক্তার শিবপুর গ্রামের গ্রামের মালেশিয়া প্রবাসী শহিদুল ইসলামের ছেলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে