trofy

বিডি নীয়ালা নিউজ(১৪জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আজ ঢাকায় আসছে ২০১৬ টিটোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে আজ থেকে দু’দিন বসুন্ধরা সিটিতে ক্রিকেটপ্রেমীদের জন্য রাখা হবে এই ট্রফি।

টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতেই বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোতে এই ট্রফি ভ্রমণ।

টুর্নামেন্টে অংশ নেয়া মোট ১৪টি দেশের মধ্যে ১২টি দেশে ট্রফিটি ভ্রমণ করবে।

গত ১৩ই ডিসেম্বর ভারতের মুম্বাই থেকে ট্রফির ভ্রমণ শুরু হয়।

এখন আরব আমিরাত থেকে ট্রফিটি বাংলাদেশে আসবে। এরপর সেটি শ্রীলঙ্কায় যাবে।বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আজ ঢাকায় আসছে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। (ছবিটি আইসিসি’র ওয়েবসাইট থেকে নেয়া)

আগামী ১১ই মার্চ থেকে ৩রা এপ্রিল ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের মূল পর্ব।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের গ্রুপে আছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।

আর প্রথম রাউন্ড পার হলে মূল পর্বে বাংলাদেশের গ্রুপ সঙ্গী হবে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

এর আগের আসরে সুপার টেন পর্যায় থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ।

কিন্তু এবার কি আশা করছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা?

বাংলাদেশের একজন ক্রিকেট ভক্ত আবিদ হাসান আশা করছেন বাংলাদেশ দল এবার ভালো করবে।

বিবিসির সাথে আলাপকালে মি: হাসান বলছিলেন, “বাংলাদেশ ওয়ানডেতে ভালো করছে। টি-টোয়েন্টিতে বাংলাদেশ তেমন খেলার সুযোগ পাচ্ছেনা বলে এখানে ভালো করতে পারছেনা। বাংলাদেশ যদি নিয়মিতভাবে টি-টোয়েন্টি খেলতে পারে তাহলে এই জায়গায় তারা আরও ভালো করবে মনে হয়”।

সূত্রঃ বিবিসি বাংলা

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে