ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের ইলিশ দিয়েই পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতায় হবে ইলিশ উৎসব। পশ্চিমবঙ্গের বিধায়ক পরেশ পাল আগামী ২০ আগস্ট কলকাতার বেলেঘাটায় এ উৎসবের আয়োজন করছেন। ইলিশ কিনতে তিনি শীঘ্রই বাংলাদেশে আসছেন।

প্রতি বছরই পরেশ ইলিশ ইলিশ উৎসবের আয়োজন করেন। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারাও ওই উৎসবের সঙ্গে যুক্ত। দেড় থেকে দুই হাজার আমন্ত্রিতেরা সেই উৎসবে আসেন।

কলকাতা শহরে টাটকা ইলিশ প্রায় আসেই না। তাই পরেশের বাংলাদেশ যাত্রা। পরেশের বক্তব্য, ‘অন্যবারের মতো এবারও বাংলাদেশের ইলিশ আনা নিয়ে আশাবাদী। এখন শুধু এটুকুই বলতে পারি। তবে এ বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি। ‘

পরেশ আরও বলেন, ‘কলকাতায় অধিকাংশ বাজারে যে ইলিশ বিক্রি করা হচ্ছে, সেগুলি সবই মুম্বাই বা মায়ানমার থেকে আনা। কিন্তু সেগুলিতে ইলিশের প্রকৃত স্বাদই নেই!  ইলিশ মাছের আসল হল তো তেল! ওই মাছগুলিতে তো কোনও তেলই নেই। বেশি দামে ইলিশ মাছ বিক্রি করে ক্রেতাদের ঠকানো হচ্ছে। ‘ সূত্র : এবেলা

ব/দ/প

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে