160216004142_george_w_bush_640x360_reuters_nocredit

বিডি নীয়ালা নিউজ(২১ই ফেব্রুয়ারী১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ  যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান দলের বহুল আলোচিত প্রার্থী জেব বুশ।

এরই মধ্যে অনুষ্ঠিত হওয়া তিনটি রাজ্যের প্রাইমারি নির্বাচনের কোনটিতেই তিনি বিজয়ী হতে পারেননি।

শুধু তাই নয়, সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশ রিপাবলিকান দল থেকে কড়া প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন বলা হচ্ছে।

শনিবার সাউথ ক্যারোলিনার প্রাইমারি নির্বাচনে চতুর্থ হয়েছেন তিনি।

আইওয়া, নিউ হ্যাম্পশায়ারের পর সাউথ ক্যারোলিনাতেও ব্যর্থ হওয়াতেই প্রেসিডেন্ট পদে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন জেব বুশ।

একিদিকে তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশের ছেলে অন্যদিকে জর্জ ডব্লিউ বুশ এর ছোট ভাই । তার পক্ষে প্রচারণায় নেমেছিলেন ভাই জর্জ ডব্লিউ বুশও।

আর জেব বুশ আশাও করেছিলেন সাউথ ক্যারোলিনায় তিনি জয়ী হবেন।

কিন্তু এখানে ৩২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সাউথ ক্যারোলিনার ফলাফল প্রকাশিত হওয়ার পর আবেগতাড়িত হয়ে তিনি বলেছেন, “আমি আজ আমার নির্বাচনী প্রচারণা স্থগিত করছি। আইওয়া, সাউথ ক্যারোলিনা ও নিউ হ্যাম্পশায়ারের মানুষ তাদের কথা বলে দিয়েছে এবং আমি তাদের সিদ্ধান্তকে সম্মান করি। আমি দারুণ একটি জীবন পেয়েছি। সেই জীবনে জনগণের সেবা করাই আমার উদ্দেশ্য”।

সুত্রঃ বিবিসি বাংলা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে