ict-w1_0

বিডি নীয়ালা নিউজ(৪ই ফেব্রুয়ারী১৬)- নিজস্ব প্রতিবেদনঃ  প্রাথমিকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন,  আমাদের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়া। স্কুলগুলোকে আমরা ডিজিটালাইজ করছি। যেখানে বিদ্যুৎ নেই সেখানে সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করছি। এসময় প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যালয়কে ডিজিটালাইজ করা হবে বলে ঘোষণা দেন  । বৃহস্পতিবার সকাল সকাল সড়ে ১০টায় রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষাসপ্তাহ ২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ‘মানসম্মত শিক্ষা,  জাতির প্রতিজ্ঞা’  প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন। সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে