সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকারঃ শ্রম,মেধা ও সত্যের জয় অনিবার্য এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পাল গত ১১ জুলাই স্বাক্ষরিত একটি পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সিরাজগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন: বীর মুক্তিযোদ্ধা অ্যাড: বিমল কুমার দাস,

অ্যাড: রনজিৎ মন্ডল স্বপন, অ্যাড: রঞ্জন পাল, বীর মুক্তিযোদ্ধা অ্যাড: সুকুমার চন্দ্র দাস, অধ্যাপিকা করুনা রানী সাহা, ডা: নিত্য রঞ্জন পাল, অ্যাড: ইন্দ্রজিৎ সাহা, স্বপন কুমার রায় (ট্রাষ্টি), প্রদীপ বসাক, অংকুর জিৎ সাহা নব, সত্যনারায়ন সারদা, কালিপদ কুন্ড (সলঙ্গা), সুভাষ সাহা, লোকন কর, ডা: সমেরন্দ্র ভৌমিক, নিতাই সাহা, জীবন বিশ্বাস, অ্যাড: বিষ্ণুপদ সাহা, শিবপদ চৌধুরী, প্রফুল্ল মালাকার, গজেন্দ্র নাথ মন্ডল (সলঙ্গা), শশধর সরকার, প্রকৌশলী চন্দন কুমার পাল, মানবেন্দ্র নাথ সেন (চান্দাইকোনা) , নব কুমার কর্মকার, গৌতম ঘোষ, প্রদীপ রায়, তুলসী কুমার সাহা,অজয় সাহা,

সুকুমার সরকার, বাদল সাহা।সভাপতি নির্বাচিত হয়েছেন সন্তোষ কুমার কানু, সহ-সভাপতি রঞ্জন মন্ডল তপা, বিজয় দত্ত অলোক, নরেশ ভৌমিক, ডা: চন্দন সরকার, সুবোল ঘোষ, গৌড় হরি পাল, নাথু রাম সাহা। সাধারণ সম্পাদক সনজয় সাহা, যুগ্ন সম্পাদক সুকান্ত সেন, সুজিত সাহা বাবলু, মানিক সাহা। কোষাধ্যক্ষ দেবাশীষ দাস, সহ-কোষাধ্যক্ষ নিলয় পাল, সাংগঠনিক সম্পাদক সুবির কর্মকার, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন সান্যাল, প্রচার সম্পাদক জনি সাহা, সহ- প্রচার সম্পাদক গোবিন্দ পাল, দপ্তর সম্পাদক, সন্টু গুন, সহ-দপ্তর সম্পাদক ভজন ঘোষ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রিংকু কুন্ডু, সহ-গ্রন্থনা সম্পাদক চন্দন সাহা, শিক্ষা ও গবেষনা সম্পাদক উদয় পাল,

সহ-শিক্ষা ও গবেষনা সম্পাদক বিজন গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক, কার্তিক বর্মন, সহ-সাংস্কৃতিক সম্পাদক রিক্তা গুপ্তা, সমাজ কল্যান সম্পাদক খোকন পোদ্দার, সহ-সমাজ কল্যান সম্পাদক বাবু লাল সাহা, গণ সংযোগ সম্পাদক গোবিন্দ কর্মকার,সহ- গণ সংযোগ সম্পাদক লিটন সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড: উত্তম সুর রায়, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড: রঞ্জন কুমার, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক, রতন চক্রবর্তী, সহ- ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক রতন সাও, মহিলা বিষয়ক সম্পাদিকা দুলালী রানী সাহা, সহ-মহিলা বিষয়ক সম্পাদীকা তৃপ্তি রানী সাহা।

কার্যকারী সদস্য যথাক্রমে, রসিক চন্দ্র পাল, প্রান গোবিন্দ চৌধুরী, অ্যাড: কল্যান সাহা, অমর কৃষ্ণ দাস, শংকর জিৎ সাহা, হীরক গুণ, নরেন্দ্র সাহা, ইইঞ্জনিয়ার সুবোল পোদ্দার, সমীরন ঘোষ, বাবুল সাহা, রাজকুমার দাস রাসু, হিলটন সাহা, স্বপন কর্মকার, মন্টু দাস, চন্ডি চরণ সাহা, ঝন্টু সাহা, মন্টু রায়, রবি কানু, বরুন সাহা, বিশ্বনাথ দত্ত, চন্দন সাহা, নৃপেন ঘোষ, রামু সাহা, নির্মল ঘোষ, কমল সিং, অনন্ত কুমার ভৌমিক, রতন দত্ত( শাহজাদপুর), জয়দেব কর্মকার (কামারখন্দ), ভবেশ তালুকদার (সলঙ্গা), প্রশান্ত ঘোষ (তাড়াশ), উজ্জল ভৌমিক(কাজিপুর) বৈধ্যনাথ সাহা ( বেলকুচি), মধু কর্মকার( এনায়েতপুর)।জেলা কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু কমিটি অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় ও স্থানীয় সকল নেবৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের সহযোগীতা কামনা করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে