ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পরাজয় নিশ্চিত জেনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কন্ঠে হতাশার সুর বেজে উঠেছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে এখন পর্যন্ত অনুকূল, শান্তিময় ও সুষ্ঠু পরিবেশ রয়েছে।’
আজ শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় নোয়াখালী-৪ আসনের প্রার্থী একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগ নেতা শামছুদ্দিন সেলিম, মাহমুদুর রহমান জাবেদ, আব্দুল মমিন ও আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্টসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, অন্যান্য দেশের মতই বাংলাদেশে নির্বাচন হচ্ছে । নির্বাচন কমিশনকে একটা স্বচ্ছ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকার সহায়তা দিচ্ছে। এখানে সরকার কেবলমাত্র সহায়ক ভূমিকার দায়িত্ব পালন করছে। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সরকার সহায়তার কাজ করছে। আমার বিশ^াস নির্বাচন সঠিক পথেই চলছে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নেতা কর্মীদের বলেছি ভোট কেন্দ্র রক্ষা করতে। এর অর্থ হচ্ছে ভোটাররা যেন নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে, সে ব্যাপারে সহযোগিতা করা।
তিনি এবারের নির্বাচনে জনগণের মতামতের শতভাগ প্রতিফলন ঘটবে উল্লেখ করে বলেন, ‘বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ ফেব্রুয়ারির মতো ভোটার বিহীন নির্বাচন হবে না। আমাদের জয়ের ব্যপারে কোন সন্ধেহ নেই। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করবে। যাদের নির্বাচনে জয়ের আশা নেই বললেই চলে তারাই বিশৃখলা করে।
পরে মন্ত্রী সকালে জেলার বিশিষ্ট শিল্পপতি আল আমিন গ্রুপের চেয়ারম্যান আনোয়ার মির্জার মরদেহ দেখতে জেলা শহরের হরিনারায়ণপুরস্থ মরহুমের বাসায় যান এবং তাঁর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানান। এছাড়াও তিনি আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক উকিলের কবর জিয়ারত করেন।

বিএসএসএন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে