160221141945_panchagarh_hindu_temple_attacked_640x360_focusbangla_nocredit

বিডি নীয়ালা নিউজ(২৩ই ফেব্রুয়ারী১৬)-পঞ্চগড় প্রতিবেদনঃ  বাংলাদেশে পঞ্চগড় জেলার দেবীগঞ্জে হিন্দু মঠের অধ্যক্ষকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার তিনজনকে ১৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা আইয়ুব আলী বলেছেন, পুলিশের পক্ষ থেকে দুই মামলায় মোট ২০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

কিন্তু শুনানির পর আসামিদের ১৫ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।

এর মধ্যে হত্যা মামলায় ১০দিন এবং অস্ত্র ও বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ড দেয়া হয়েছে। সোমবার এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ বলছে এদের মধ্যে দুজন জেএমবি সদস্য এবং একজন ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা। জেএমবি সদস্য দুইজনের বিরুদ্ধে ২০০৫ সালের ১৭ অগাস্টের বোমা হামলার ঘটনায় মামলা ছিল।

রোববার সকালে দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।এই হত্যার ঘটনায় রোববার সন্ধ্যায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা এবং অপরটি অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা।

#বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে