উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য মুক্তির দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে নড়াইল জেলা বিএনপির। বুধবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নিকট এ স্মারকলিপি প্রদান করেন।

জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের হাতে নিকট এ স্মারকলিপি তুলে দেন।

এসময় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আলেক, সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারন সম্পাদক সাদাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি সজানো মামলায় ফরমায়েসী রায়ের মাধ্যমে দেশনেত্রী বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করা হয়। দির্ঘ দিনকারাগারে অসুস্থ হতে থাকলেও সরকার কর্নপাত করেনি। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠানো না হলে এবং এর কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবেনা বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে