2016-01-16 18.18.59

বিডি নীয়ালা নিউজ(১৭জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):   নীলফামারীতে কমিউনিটি পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দারোয়ানী বাজার চৌরঙ্গী মাঠে এক বিরাট কমিউনিটি পুলিশিং এর সভা শেষে অসহায় দরিদ্র শীতার্ত ৯ শত পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরন করেন সভার প্রধান অতিথি নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান।

 

সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।

 

অনুষ্ঠানের আয়োজক সদর থানার ওসি শাহজাহান পাশা স্বাগত বক্তব্য দেন। তিনি জানান, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা এক কাতারে নিয়ে আসার প্রচেষ্টায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে জোরদার করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সেখানে সদর উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, কমিউনিটি পুলিশ ও সুধী সমাজের মানুষ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে