12108855_247368238937084_3324175914556788906_n

বিডি নীয়ালা নিউজ(২৪ই মার্চ১৬)-বিধান রায় (জলঢাকা, নীলফামারী  প্রতিনিধি):  শ্রী কৃষ্ণ হচ্ছে ঈশ্বরের পূর্ণাবতার। শ্রীকৃষ্ণের স্ত্রী ছিল ষোল হাজার। শ্রীকৃষ্ণের স্ত্রীদের কে অম্বাসুর নামক এক রাক্ষস হরণ করেছিল। অম্বাসুরের হাত থেকে শ্রীকৃষ্ণ তাঁর স্ত্রীদের উদ্ধার করেন। পরের দিনে তিনি পূণরায় বিবাহ করেন। সেই বিবাহে অনেক আনন্দ-উৎসব করেছিল। তাদের ঐ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য হিন্দুধর্মালম্বীরা দোলযাত্রা উদযাপন করে।

এ উপলক্ষে নীলফামারী, মেলা কচুকাটা মায়া মন্দিরে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান উদযাপন করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে