nilphamari

বিডি নীয়ালা নিউজ(৩১জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/১৬ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে ওই সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সরকারি নির্দেশনা মোতাবেক নানা কর্মসূচি গৃহিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

Previous articleনীলফামারী জেলায় এবার এসএসসি পরীক্ষার্থী ২০ হাজার ৫৭৩ জন
Next articleবিশ্বকাপের শেষ আটে বাংলাদেশের যুবারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here