জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে জেলা শহরের কলেজ স্টেশন এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত কবীর আহমেদ (৮৫) কলেজ স্টেশন বাজারের একজন হোটেল ব্যবসায়ী এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সোয়া পাঁচটার দিকে কবীর আহমেদের দু’টি গরু স্টেশন এলাকায় রেললাইনের ধারে ঘাস খাচ্ছিল।

এসময় খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছলে ট্রেনের শব্দে ঘাস খাওয়া ছেড়ে একটি গরু রেললাইনে দাঁড়িয়ে পড়ে ওই গরুটিকে বাঁচাতে গিয়ে গরুসহ ট্রেনে কাটা পড়ে নিহত হন কবীর আহমেদ।

ঘটনার সত্যতা নিশ্চিৎ করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম মোবাইল ফোনে বলে,’খবর পেয়েছি, সেখানে লোক পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে