nilphamary-2

বিডি নীয়ালা নিউজ(২৪ই ফেব্রুয়ারি১৬)-আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):   অন্যের বদলে পরীক্ষা দিতে এসে ধরা পড়ে নীলফামারীতে মো. রাশেদ (২৫) নামে এক যুবকের এক বছরের বিনাশ্রম সাজায় ঠাই হয়েছে কারাগারে।

২৩ শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে নীলফামারী সরকারী মহিলা মহাবিদ্যালয় চত্বরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. যোবায়ের হোসেন এই কারাদণ্ডের আদেশ দেন।

নীলফামারী সরকারী মহিলা কলেজের  অধ্যক্ষ আব্দুল গফ্ফার জানান, মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত স্নাতক তৃতীয় বর্ষের ইতিহাস পরীক্ষা চলাকালে কলেজের ৩০৬ নম্বর কক্ষে নীলফামারী সরকারী কলেজের ছাত্র সাবলু হোসেনের (রেজিস্ট্রেশন নম্বর ১০১১১৭৬৪৬৫০) হয়ে পরীক্ষা দিচ্ছিলেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার হোসেনপুর ডিগ্রী কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্র মো. রাশেদ। পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা পর ওই কক্ষের দায়িত্বরত প্রদর্শক সফিকুল ইসলাম পরীক্ষার প্রবেশপত্র যাচাইয়ের সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে ওই পরীক্ষার্থীর চেহারার অমিল থাকায় তাকে আটক করে। এ সময় কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্টেট তাকে (রাশেদ) জিজ্ঞাসাবাদ করেলে সে দোষ স্বীকার করে। তাৎক্ষনিক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. যোবায়ের হোসেন জানান, পাবলিক পরীক্ষা আইন- ১৯৮০ এর  ৩ (খ) ধারায় মো. রাশেদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার চক্রবর্তী জানান, সাজাপ্রাপ্ত মো. রাশেদকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেরভেরী গ্রামের আব্দুস সালেহের ছেলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে