Image may contain: 1 person, closeupস্টাফ রিপোর্ট  বিডি  নিয়ালা নিউজ:   কৃষিবিদ জাহাঙ্গির আলম রুস্তম মাগুড়া মন্ডল বাড়ি গ্রামে কিশোরগঞ্জ থানাধীন নিলফামারী জেলায় ১৯৭০ সালে জন্ম গ্রহন করেন ।তিনি একজন কৃষি ও পরিবেশ বিজ্ঞানী। অন্যদিকে আন্তর্জাতিক কবি হিসাবে আমেরিকা-উইরোপসহ গোটা বিশ্বে একজন বাঙ্গালী হিসাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। কবিতার জগতে বর্তমানে তিনি একজন কিংবদন্তি। ইংরেজি ভাষায় কবিতা লেখার জন্য তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশ্ববিদ্যালয় হতে সংবর্ধনা ও বিশেষ সম্মামনা পুরুস্কারও পেয়েছেন। ছাত্র জীবন থেকে তিনি ছিলেন বিনয়ী ও মেধাবী। পড়াশুনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বিশ বৎসর ধরে আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন উন্নয়নমৃলক প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

তার জনপ্রিয় কবিতার বইগুলোর মধ্যে ‘Charms of Love’, ‘Love in Life’, ‘Song of Youth’, ‘Resonant Rhymes for Cheering Children’, Rhythmic Rhymes of Growing Children, Islamic Rhymes for Kids উল্লেখযোগ্য যা দেশে-বিদেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কবিতা লেখায় বিশেষ অবদানের জন্য ২০০৮ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তাকে ‘Special Award of Honor-2008’ এ ভুষিত করেন।তাছাড়া poetry.com (বিশ্বের সবচেয়ে বড় অনলাইন কবিতা সংস্থ্যা) মানসম্পন্ন কবিতা লোখার জন্য  তাকে ‘Distinguished Poet’ বলে আখ্যায়িত করে।   তার ভবিষ্যত জীবনের জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন।

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে