আন্তর্জাতিক রিপোর্ট : নতুন অতিথিকে নিয়ে আবেগময় চিঠি লিখেছেন টেনিস জগতের অন্যতম সেরা নারী খেলোয়াড় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। চিঠিতে গর্ভবতী অবস্থায় আগমনি সন্তানের প্রতি নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট কন্যা সেরেনা। গর্ভে থাকা সন্তানকে দেখতে যেনো তর সইছে না তার। তাই মনকে সান্ত¦না দিতেই সন্তানের জন্য লিখে ফেলেছেন কয়েক লাইনের চিঠি। যেই চিঠির প্রতিটি পরতে পরতে ছিলো অফুরন্ত ভালোবাসা ও আদর।

চিঠিটি ছিলো এ রকম- ‘আমার প্রিয় বেবি, তুমি আমাকে সেই শক্তি দিয়েছো, আমার আছে যা আমি জানতাম না। তুমি আমাকে শান্ত থাকা ও শান্তির আসল মানে বুঝিয়েছো। আর অপেক্ষা করতে পারছি না তোমাকে দেখার। আগামী বছর তুমি প্লেয়ার্স বক্সে থাকবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাকে সঙ্গে নিয়ে আমি বিশ্বের এক নম্বর হয়েছি।’ বিশ্বের সবচেয়ে বেশি বয়সের সাবেক এক নম্বরের তরফ থেকে বিশ্বের সবচেয়ে কম বয়সের এক নম্বরের জন্য এই চিঠি, …তোমার মা সেরেনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে