একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় মহিলাদের বিনা মূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে স্থানীয় প্রভাতী মহিলা সমিতির উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে।

সোমবার বেলা বারো টায় শহরের ডিগ্রি কলেজের মোড়ে সমিতির নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন। প্রভাতী মহিলা সমিতির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান পারভীন আক্তারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন উপস্থিত ছিলেন। প্রতি ব্যাচে 15 জন করে মহিলা প্রশিক্ষণে অংশ গ্রহন করবেন। প্রতি ব্যাচে মোট 45 ঘন্টা করে প্রশিক্ষণ ক্লাশ অনুষ্ঠিত হবে।

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বিশেষ এই কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচিতে চারটি ব্যাচে 60 জন মহিলা প্রশিক্ষণ গ্রহনের সুযোগ পাবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে