কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণের মধ্য দিয়ে আত্রাইয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার(15 আগষ্ট) সকালে আত্রাই( আহসানগঞ্জ) রেলওয়ে ষ্টেশানের উত্তরপার্শে অস্থায়ী বেদীতে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয় এ ছাড়া আত্রাই উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স এর সন্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকিকৃতিতে পুস্পস্তবক অপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানা অফিসার ইনচার্জ তারেক সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক মোঃ আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা (ভারপ্রাপ্ত) কমন্ডার আব্দুল মালেক মোল্ল্যা, বীর মুক্তি যোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাস, বীর মুক্তি যোদ্ধা খালেকুজ্জামান বুলুসহ আ’লীগের সকল অঙ্গ সংগঠন,সরকারী- বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, ইয়ূথ টিভি আত্রাই প্রতিনিধি সুজন কবিরাজ, বেসরকারি উন্নয়ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন। অপর দিকে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের প্রতিকৃতিকে পুস্পস্তবক অপর্ণের পর দলীয় কার্যালয় থেকে আ’লীগ,যুবলীগ,ছাত্র লীগ, মহিলা আ’লীগ যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকমীদের সমন্বয়ে উপজেলায় একটি বিশাল শোক র‌্যালী বের করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে