Humki

বিডি নীয়ালা নিউজ(৮ই মার্চ১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধিরাজশাহী): রায়গঞ্জের ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে বিভিন্নভাবে বাধা প্রাপ্ত হচ্ছেন। কোন কোন বিদ্রোহী প্রার্থীকে এলাকায় ঢুকতে দেয়া হচ্ছেনা বলে অভিযোগ উটেছে।  ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহনকারী গোলাম রব্বানী জানান, তিনি নির্বাচনি প্রচারণা কাজে বাধার সন্মুখিন হচ্ছেন। কোন কোন এলাকায় তার কর্মীরা প্রবেশ করতে পারছেনা। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলছে এবং পোষ্টার লাগাতে নিষেধ করা হচ্ছে। বাধা উপেক্ষা করে পোষ্টার লাগানোর চেষ্টা করলে নানাভাবে জীবননাশের হুমকী দেয়া হচ্ছে। তিনি আরো জানান, তার ক্ষিরিতলা নির্বাচনি অফিস ভাংচুর করার হুমকী দেয়া হয়েছে। যে কারণে তার নির্বাচনী প্রচারণায় মারাত্মকভাবে বাধার সৃষ্টি হচ্ছে। তিনি এব্যাপারে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই প্রার্থী সামান্য ভোটের ব্যবধানে অপর প্রার্থীর কাছে হেরে যান। এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার উজ্জল কুমার জানান, এপর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনিয় ব্যবস্থা নেযা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে