Untitled-1

বিডি নীয়ালা নিউজ(২০ই ফেব্রুয়ারী১৬)-ঢাকা প্রতিনিধিঃ রাজধানী ঢাকার অদূরে সোনালী ব্যাংকের ধামরাই বাজার শাখায় ডাকাতির চেষ্টাকালে র‌্যাবের হাতে আটক হওয়া পাঁচ জনের বিরুদ্ধে ধামরাই থানায় পৃথক চারটি মামলা দায়ের করেছে র‌্যাব-৪।

শুক্রবার রাতে র‌্যাব-৪ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার বখতিয়ার বাদী হয়ে আটক হওয়া পাঁচ জনের নাম উল্লেখ করে অস্ত্র, মাদক, ডাকাতি চেষ্টা ও অপমৃত্যু আইনে পৃথক চারটি মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক।

শুক্রবার ভোরে ব্যাংকের ছাদ কেটে ডাকাতি  চেষ্টার ওই ঘটনায় বন্দুকযুদ্ধে একজন নিহত হয়।

মামলার আসামীরা হলেন লক্ষীপুর জেলার মহাদেবপুর এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে সবুজ (৬২), চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তরপাড়া এলাকার আজিজুল হকের ছেলে বাদশা মিয়া (৩৫), মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার দক্ষিণ লসকারপুর এলাকার মৃত আফজাল শেখের ছেলে রিয়াজুল ইসলাম (৩৩), ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার মেহেদী হাসানের স্ত্রী শিলা (২৮) এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকার লিটন মিয়ার স্ত্রী রুমানা (২৫)। এছাড়া বন্দুকযুদ্ধে নিহত ডাকাত সদস্য মাসুকের ঘটনায় অমৃত্যু মামলা হয়।

উল্লেখ্য, বন্দুকযুদ্ধে নিহত ও আটককৃতরা গত তিন মাস আগে ধামরাই বাজার এলাকার রিয়াজ প্লাজার তৃতীয় তলায় নিজের পোশাক কারখানার কর্মজীবি পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়। এরপর বৃহস্পতিবার গভীর রাতে তাদের ভাড়া বাসার নিচ তলায় থাকা সোনালী ব্যাংকের ধামরাই শাখায় দ্বিতীয় তলার ছাদ ও তৃতীয় তলার ফ্লোর কেটে ব্যাংকের ভিতরে প্রবেশের পরিকল্পনা করে। পরে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় হানা দিলে ডাকাত সদস্য মাসুক র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে মাসুক মারা যায়। এবং মাসুকের পরিবারের সদস্য পরিচয় দেওয়া বাকি ৫ ডাকাত সদস্যকে আটক করে র‌্যাব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে