rocket-2

বিডি নীয়ালা নিউজ(৭ই ফেব্রুয়ারী১৬)- আন্তর্জাতিক প্রতিবেদনঃ  উত্তর কোরিয়া একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে। সমালোচকেরা এটিকে নিষিদ্ধঘোষিত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা হিসেবে বর্ণনা করছেন।

জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাকে দেশটি আগেই জানিয়েছিল যে, তারা কক্ষপথে একটি আর্থ অজারভেশন স্যাটেলাইট স্থাপন করতে চায়।

উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঘাটি থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয় এবং সেটি জাপানের ওকিনাওয়া দ্বীপ অতিক্রম করে যায়।

জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র এই রকেট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে এবং রোববার তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরী বৈঠকও আহ্বান করেছে।

উত্তর কোরিয়া বারবার বলেছে যে, তাদের মহাকাশ বিষয়ক কর্মকাণ্ড পুরোপুরিই বৈজ্ঞানিক গবেষণা, তবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং এমনকি মিত্রদেশ চীনও বলছে, রকেট উৎক্ষেপণগুলো করা হচ্ছে একটি আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যে যেটি যুক্তরাষ্ট্রেও হামলা চালাতে পারবে।

গত ৬ই জানুয়ারি একটি পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়ে বছরের শুরু থেকেই আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে রয়েছে উত্তর কোরিয়া।

 

সূত্রঃ বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে