সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার: রোদ-বৃষ্টি উপেক্ষা করে কৃষি নির্ভর ও শস্য ভান্ডার হিসেবে খ্যাত সিরাজগঞ্জ জেলার চলনবিল অধ্যূষিত তাড়াশে রোপা আমন ধান চাষাবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। ইরি-বোরো ধানের বাম্পার ফলন এবং আশানুরুপ দাম পাওয়ায় রোপা আমন চাষাবাদে কোমর বেঁধে মাঠে নেমেছেন তারা। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আউশ ধানের জমি ব্যতিত অন্যান্য জমিতে আগামী ১৫-২০ দিনের মধ্যে চারা রোপন হয়ে যাবে।

ইতিমধ্যে প্রায় চার হাজার হেক্টর জমিতে রোপণ কাজ শেষ হয়েছে।কৃষক শাহালম, এসাহাক আলী, আব্দুল লতিব, মোখলেছুর রহমানসহ আরো অনেকেই জানান, চৈত্র-বৈশাখ মাসে বীজ বোপনের পর থেকে জ্যৈষ্ঠের প্রতীক্ষার প্রহর গুনেছেন তারা। চলতি বছর আগাম বৃষ্টি হওয়াতে আগে ভাগে রোপা আমন করা সম্ভব হয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে ইরি-বোরো ও আউশ ধানের মতো রোপা আমনেরও বাম্পার ফলনের আশা করছেন তারা।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, এ বছর সারে বার হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে