3

বিডি নীয়ালা নিউজ(১৫ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগঞ্জ প্রতিনিধি): সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের দোকান গুলোটে পরেছে জনগনের উপচে পরাভির। তাড়াশ বাজারে ঘুরে দেখা যায়, ভালোবাসা দিবস উপলক্ষ্যে তাড়াশ বাজারের মোরে মোরে বসেছে অসস্থায়ী ফুলের দোকান। আর এ ফুলের দোকনে ফুল ক্রয় করতে ভিরজমাচ্ছে ফুলপ্রেমিক,শিশু,যুবক,যুবতী সহ নানা রকম  বয়সের মানুষ। কেউ ফুল ক্রয় করছে ভালোবাসার মানুষকে দেবার জন্য কেউবা আবার ছোট ভাই বোন আপন জনকে দেবার জন্য।আবার কিছু মানুষ সখের বসে কিনছে ফুল। ফুলের দোকান গুলোতে বিক্রয় হচ্ছে নানা রকমের ফুল যেমন,গোলাপ.রজনীগন্ধা সহ বিভিন্ন রকমের ফুল।

 

তাড়াশের  এক ফুল ক্রেতা সগুনা ইউনিয়নের চেয়ারম্যান প্রদপার্থী মো.রবিউল করিম রনি ফুল ক্রয় করতে এসে বলেন,প্রতিটা মানুষের মধ্য রয়েছে ফুলের প্রতি ভালোবাসা তাই ফুল ক্রয় করছি।আমার ইউনিয়ন বাসীকে ফুলের শুভেচ্ছা জানাব।বাজারের ফুল বিক্রেতা জিয়াদুল ইসলাম বলেন,ভালোবাসা দিবস উপলক্ষ্যে বগুড়া থেকে ফুল এনে দোকান দিয়েছি। ফুলের চাহিদা ব্যাপক সম্ভবত দিনের শেষ পযর্ন্ত ফুল প্রেমিক দের হাতে দিতে পারনা। কনশ্রেনীর মানুষ ফুল বেশী ক্রয় করছে জানতে চাইলে জানান,স্কুল কলেজের ছাত্র ছাত্রী বেশী ক্রয় করছে। তবে ফুলের দাম গত বছরের চেয়ে একটু বেশী হওয়ায় ক্রেতারা ফুল ক্রয় করতে হিমসিম খাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে