সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকারঃ জেলার তাড়াশে শুক্রবার সকালে অভিযান চালিয়ে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।মৎস্য অফিসার মো. হাফিজুর রহমান জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মুহাম্মদ মনসূর উদ্দিনের নেতৃত্বে মৎস্য অফিসের ১২ জন স্টাফ শুক্রবার সকালে তাড়াশ সদরের তাড়াশ বাজারে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আব্দুল মালেক ও মহসীন আলী নামে দুই ব্যবসায়ীর দোকান থেকে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে ব্যবসায়ীদের কাউকে আটক করা যায়নি। পরে উপজেলা মৎস অফিসের সামনে একটি উনমুক্ত স্থানে জনসম্মুখে নিশিদ্ধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।#

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে