জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে মোবাইল ফোনে বাবার মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মেয়েরও মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার হরিণচড়া ইউনিয়নের জোড়পাখুড়ী গ্রামের মজিবুল হক (৭৫) ও তার মেয়ে নীলফামারী সদর উপজেলার ল²ীচাপ ইউনিয়নের আজগর আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৪০)।

মজিবুল হকের ছেলে হারুন অর রশীদ জানান, দীর্ঘদিন হতে বাবা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার ভোরে মারা যান তিনি। কিছুক্ষণ পর মোবাইল ফোনে বাবার মৃত্যুর খবর যায় বড় বোন রাবেয়া খাতুনের কাছে (৪০)।

খবর শুনে রাবেয়া খাতুনের বুকে ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা কোন কিছু বুঝে ওঠার আগেই মারা যান রাবেয়া। হারুন অর রশিদ বলেন, আমার বোনের শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলে দুই জনের লাশ একসাথে দাফন করার সিন্ধান্ত হয়।
দুপুরের নামাজের পর জোড়পাখুড়ী জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয় তাদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে