nill

বিডি নীয়ালা নিউজ(০২ ফেব্রুয়ারি ১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারী জেলার ডিমলা উপজেলা ট্রলী উল্টে বেলাল হোসেন(১৬)নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত বেলাল হোসেন উপজেলা সদরের মাঝা পাড়া গ্রামের আবদার রহমানের পুত্র।

ঘটনাস্হলের এলাকাবাসী জানান,সোমবার সন্ধ্যা লগনের সময়ে বেলাল হোসেন(১৬)নিজ ট্রলী চালিয়ে উপজেলা সদরের হাজ্বী পাড়া নামক স্হানে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে ট্রলীটি উল্টে চালক চাপা পড়েন ট্রলীর নিচেই।এসময় এলাবাসী ও পথচারীরা চালক বেলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবারকালে পথে মধ্যেই তার মুত্যু হয়।

বেলালের পারিবারিক সুত্রে জানা গেছে,পরিবারের দরিদ্রতাকে হার মানাতেই বেলাল অল্প বয়সেই তার পরিবারের সকলের সহযোগীতায় একটি ট্রলী কিনে সেটি নিজেই চালিয়ে বাবা-মা,ভাইসহ স্ব-পরিবারে জীবিকা নির্বাহ করে আসছেন।কে জানেন এই ট্রলীই তার জীবনে কালো অধ্যায় ডেকে আনবেন।

ডিমলা থানার ওসি রুহুল আমীন খান ঘটনার সত্যতা এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।এ দিকে অভিযোগ উঠেছে, উক্ত উপজেলায় ভোর থেকে গভীররাত পর্যন্ত লাগামহীন ও বেপরোয়াভাবেই ট্রলী চলাচলে ঘটছে একের পর এক দুর্ঘটনা।শব্দ দুষন,বেপরোয়া গতি,কালো ধোয়াসহ ট্রলীর বিকট শব্দে শিশুসহ অতিষ্ট একাধিক উপজেলাবাসী অভিযোগ করে জানান, দেশের অন্যান্য স্হানের মত এই উপজেলায় প্রশাসনের এ প্রতিরোধ  বিষয়ে কোনো দিন কোনো পদক্ষেপই তাদের চোখে পড়েনি।

তারা অচিরেই অবাধে ও বেপরোয়াভাবে ট্রলী চলাচল রোধে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে