আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাংগার হাটে অক্সফ্যাম ইন বাংলাদেশের আর্থিক সহায়তায় পল্লীশ্রী ও রমিছা ডেইরি ফার্মের যৌথ উদ্যোগে দুগ্ধ শীতলিকরন কেন্দ্র উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৩-জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কেন্দ্রটি উদ্বোধন করেন ডোমার -ডিমলা, নীলফামারী -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিষ আশোক। পল্লশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, পল্লীশ্রী’র শাখা ব্যবস্থাপক পুরান চন্দ্র বর্মন, রমিছা ডেইরি ফার্মের স্বত্বাধিকারী উমর ফারুক প্রমুখ।এতে এলাকার ছোট -বড় খামারী সহ সুধীজন উপস্থিত ছিলেন ৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে