Bangladesh2

বিডি নীয়ালা নিউজ(২৩ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে নেট রানরেট বাড়িয়ে নিয়ে জয়ের বিকল্প নেই-এমন সমীকরণকে সামনে রেখে ব্যাঙ্গালুরুর এন চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

এদিন টসে জয়লাভ করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন তিনি। টানা সাত ম্যাচ পর অবশেষে টস ভাগ্যে জয় পেলেন মাশরাফি।

ভারতে বিপক্ষে এদিন একাদশে ফিরেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে পেটের পীঁড়া ও জ্বরে আক্রান্ত তামিম ইকবাল। বাদ পড়েছেন সাকলাইন সজীব। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে বাংলাদেশ রীতিমতো ব্যাকফুটে।

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫৫ রানে হার। এরপর আরাফাত সানী ও তাসকিন আহমেদের নিষেধাজ্ঞার ধাক্কা সামলিয়ে মাঠে নেমে অস্ট্রেলিয়ার কাছে তিন উইকেটে হার। ফলে সেমিফাইনালে যাওয়ার শেষ সম্ভাবনাটুকুকে বাঁচিয়ে রাখতে আজ ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। বাংলাদেশের একাদশঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান রুম্মান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে