জি, এম স্বপ্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: হঠাৎ করেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সিরাজগঞ্জে অস্থিরতা তৈরি হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাতে সরকারের এমন সিদ্ধান্তের কারণে সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে যানবাহন কম দেখা যাচ্ছে।এতে পরিবহন সংকট দেখা দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গের প্রবেশ পথ সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বরে যানবাহন কম থাকায় যাত্রীর চাপ দেখা গেছে। গন্তব্যে পৌছতে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে অনেকে। মাঝে মাঝে দু,চারটা গাড়ি আসলেও ভাড়া চাচ্ছে আগের তুলনায় অনেক বেশী। এতে যাত্রীদের সাথে পরিবহন শ্রমিকদের বাক বিতন্ডাও হচ্ছে।

এদিকে সিরাজগঞ্জ বাসস্ট্যান্ড,কড্ডার মোড়,চান্দাইকোনা,রায়গঞ্জ বাসস্ট্যান্ডসহ সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক দিয়ে উত্তরাঞ্চলগামী যানবহণ চলাচাল ছিল তুলনামুলক খুবই কম। বঙ্গবন্ধু সেতু হয়ে হাটিকুমরুল গোলচত্বর এলাকা দিয়ে অন্যান্য জেলায় যানবাহন চলাচলের চিত্র অন্যান্য দিনের চেয়ে ছিল ভিন্ন।

হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অনেক যাত্রী জানান,অনেকক্ষণ যাবত বাসের জন্য দাঁড়িয়ে আছি, দুই-একটি বাস আসলেও ভাড়া অনেক বেশি চাওয়ায় বিড়ম্বনায় পড়েছি।

সিরাজগঞ্জের এস.আই পরিবহণ,সিথি পরিহনণ,এইচ কে পরিবহন,আল্লাহর দান পরিবহণ,রয়েল ডাচ পরিবহণসহ অনেক পরিবহনের শ্রমিকরা বলেন, হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আমরা হতভম্ব হয়ে পড়েছি। সরকার তেলের দাম বাড়ালে বাধ্য হয়ে আমাদের বাস ভাড়া বাড়াততে হবে। যাত্রীরাও দুভোগে পড়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে হয়ত দুরপাল্লার কিছু যানবাহন চলাচল কম করছে। অন্যান্য দিনের চেয়ে মহাসড়কে তুলনামুলক বাস,ট্রাকের চাপ কম লক্ষ্য করা যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে