মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: ৬ ফেব্রুয়ারি, ২৩ জয়পুরহাটে সরকার বিরোধী নাশকতা পরিকল্পনার মামলার চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার হানাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।

তারা হলেন, জেলার সদর উপজেলার হানাইল মাদ্রাসা পাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে ইলিয়াস শওকত (৩০), একই এলাকার মৃত আব্দুল মোমিনের ছেলে জাবেদ আলী (৩৫), জাহিদুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন (২৫) এবং শহীদ জামানের ছেলে আব্দুল মালেক (৩৩) বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর সকালে ককটেল, লাঠিসহ শহরে নাশকতার একটি মামলা দায়ের করা হয়। ওই দিনেই জয়পুরহাট সদর উপজেলার বামনপুর শগুনা চারমাথায় এলাকা থেকে ৬টি ককটেলসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়। সেসময় জামায়াত ও শিবিরের অন্য নেতাকর্মীরা পালিয়ে যায়। ওই দিনেই ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় অজ্ঞাত চার জন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে