আন্তর্জাতিক রিপোর্ট : চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের ফুকিং নগরীতে সোমাবার রাত ২টা ৫০ মিনিটে টাইফুন হাইতাং আঘাত হেনেছে। এই নিয়ে চলতি বছর দেশটিতে ১০টি টাইফুন আঘাত হানলো।
সেকেন্ডে সর্বোচ্চ ১৮ মিটার বেগে গ্রীষ্মম-লীয় ঝড়টি আঘাত হেনেছে। এর আগে টাইফুন নেসাত আঘাত হানে। সেটি চলতি বছরে চীনে আঘাত হানা নবম ঝড়।
খবর সিনহুয়া’র।
প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, রোববার সকাল ছয়টায় নেসাতও একই নগরীতে আঘাত হানে। আর টাইফুন হাইতাং রোববার বিকেল ৪টা ৪০ মিনিটে তাইওয়ানের পিংটুং প্রদেশে আঘাত হানে।
ঝড় দুটির প্রভাবে পিংটুংয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। প্রদেশটির ৬৪টি কাউন্টি, নগরী বা জেলায় সোমবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৫০ মিলিমিটার অতিক্রম করেছে।
প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ প্রশমণ সংস্থার সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, ইয়োংতাই কাউন্টির ইয়ুনশান গ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৭২.৪ মিলিমিটার।
রোববার বিকেল পাঁচটা পর্যন্ত প্রদেশের ২ লাখ ১৬ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে