মোঃগোলাম মাওলা, কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি: ঘোড়া শব্দটি উচ্চারণ করলেই ভেসে ওঠে রাজা,জমিদার ও তাঁদের যুদ্ধাদের পূরনো কাহিনী। সময়ের বিবর্তনে সবকিছুই হারিয়ে গেছে। কিন্তু তাদের বাহক ঘোড়াকে গ্রামবাংলার মানুষ এখনো ধরে রেখেছে বিভিন্ন প্রতিযোগীতার মাধ্যমে। এরই ধারাবাহিকতায় হারানো ঐতিহ্যকে নতুন প্রজন্মের নিকট পরিচিত করার মাধ্যমে সুষ্ঠ বিনোদনের আপা দুলাভাই আগমনের লক্ষ্যে আনন্দমেলার উপলক্ষে ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলায় এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

আজ ৪ মার্চ শনিবার বিকাল ৩টায় উপজেলা আওরাবুনিয়া ইউনিয়ন উওর তালগাছিয় (মুন্সিরাবাদ) বাজার সংলগ্ন মাঠে প্রতি বছর মতো এই বছরো অনুষ্ঠিত করা হয়।

সাবেক সচিব মোঃশহিদুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন এ্যাডঃ এনামুল ইসলাম রুবেল

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রধান অতিথি মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি রুনা ইসলামও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে