115

বিডি নীয়ালা নিউজ(২৩ই ফেব্রুয়ারী১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ গেল সপ্তাহে হত্যার অভিযোগে চারবছরের একটি শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল মিশরের একটি আদালত।

দুই বছর আগে একটি দাঙ্গায় সম্পৃক্ততার জন্য চারবছর বয়সী আহমেদ মনসুর কুরানি আলীসহ মোট ১১৫জনকে দোষী সাব্যস্ত করে সামরিক আদালত।

শিশুটির পরিবারের নিয়োগ করা আইনজীবীর উপস্থাপন করা প্রমাণে দেখা যায়, ঐ দাঙ্গার সময় শিশুটির বয়স ছিল এক বছরের কিছু বেশি।

এই ঘটনায় মিশরের বিচার ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

এখন কর্তৃপক্ষ বলছে, ঐ শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার বিষয়টি আসলে ভুলক্রমে হয়েছে।

একই নামের ১৬ বছর বয়সী আরেকজনের দণ্ড এই শিশুটিকে ভুলে জানানো হয়েছিল।

দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন আদালতের কার্যক্রমে ত্রুটির কারণে এমনটি হয়েছে।

সূত্রঃ বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে