পূজন মজুমদারের ‘পিয়া রে’ সিনেমার শুটিংয়ের জন্য গেলো সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। বিশ্রাম নিয়ে দুপুরের পর চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

ছয়-সাত দিন পর কলকাতায় ফিরে যাবেন কৌশানী। শারদীয় দূর্গোৎসবে বাড়ি ফিরে পরিবারের সকলকে চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ উপহার দিতে চান এই নায়িকা। এরপর তিনি মায়ের হাতে শর্ষে দিয়ে ইলিশ রান্না করে খাওয়ার প্ল্যান করছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জানিয়েছেন টালিউডের এই সুন্দরী।

কৌশানী বলেন, ‘ইলিশ মাছ প্রতিটি বাঙালির কাছেই জনপ্রিয়। বিশেষ করে ইলিশ, শর্ষে ইলিশ, ইলিশের ঝোল, ভাত, ডাল এসব বলতে গেলেই জ্বিভে জল এসে যায়। তবে ইলিশের কাঁটা নিয়ে খুব ভয় পাই। তবুও ইলিশ আর ইলিশের ডিম খেতে আমার দারুন লাগে। আমি শুটিং শেষে যেদিন কলকাতায় বাড়িতে ফিরবো, চাঁদপুরের পদ্মা-মেঘনার প্রচুর ইলিশ বাড়ির সবাইকে গিফট করবো। আর মায়ের হাতে শর্ষে ইলিশ রান্না করে খাবো।’

এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় কাজ করছেন কৌশানী মুখার্জি। সে প্রসঙ্গে তিনি আরটিভি নিউজকে জানান, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় আমার কাজ করা হচ্ছে। এটি রোমান্টিক আর কনটেন্ট বেজড সিনেমা। এখানে আমাকে একদম ঘরোয়া মেয়ের চরিত্রে দেখা যাবে। আমি বাবা-মায়ের একমাত্র মেয়ে। সেই আদরের জায়গা থেকেই প্রেমের অধ্যায়টা জীবনে শুরু হয়। আশা করছি, এই সিনেমাটির মাধ্যমে বাংলাদেশের সকলের মন জয় করতে পারবো।’

‘পিয়া রে’ সিনেমায় কৌশানীর সঙ্গে জুটি বেঁধেছেন এপার বাংলার নায়ক শান্ত খান। সিনেমাটি নিয়ে পরিচালক পূজন মজুমদারের অনেক প্ল্যানিং রয়েছে।

তিনি আরটিভি নিউজকে জানান, ‘খুব ভালো মানের একটা গল্প। একটা রিভেঞ্চ নিয়ে গল্পটা সাজানো হয়েছে। আমরা চাঁদপুরের চর এবং বাসাবাড়ির কয়েকটা স্পট সিলেক্ট করে গ্রামীণ দৃশ্যগুলো ফুটিয়ে তুলছি। এরপর গানসহ অন্যান্য কাজে হাত দিবো।’

সিনেমাটির সাফল্য কামনায় নির্মাতা জানান, ‘সিনেমাটি সফল করতে সকলের ভালোবাসা চাইছি।’

প্রসঙ্গত, ওপার বাংলার চিত্রনায়িকা কৌশানী মুখার্জি চাঁদপুরে এসে শুটিং করার বিষয়টি বেশ উপভোগ করছেন স্থানীয়রা। শুটিং দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক এলাকাবাসী।

RtV/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে