নেজাম উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধিঃ সারাদেশে কভিড-১৯ এর জন্য লকডাউনে থাকা চট্টগ্রামে রের্কড সংখ্যাক করোনা শনাক্ত হলো আজ (সোমবার) ৮২১জন। করোনার ভয়ঙ্কর থাবায় ৯ জনের মৃত্যুতে দিশেহারা চট্টগ্রাম। নগর এবং উপজেলাতে ক্রমশ বেড়ে চলছে করোনার হার। লকডাউনের মধ্যে দিয়ে চলতে থাকা গতকাল করোনায় আক্রান্ত ছিল ৭০৯ জন , মৃত্যু ১৪ জন । আজকে সোমবার বৃদ্ধি পেয়ে করোনা শনাক্ত হয় ৮২১ জনের। যা এই যাবত রেকর্ড সংখ্যাক হিসাবে শনাক্ত। মৃত্য ৯ জন। আজকের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে চট্টগ্রাম মহানগরে । একদিনে শহরে ৫২৭ জনেরর শনাক্ত হয়। আর মৃত্যুের দিকে এগিয়ে আছে উপজেলা। ৯ জন মৃত্যুের মধ্যে ৬জনই উপজেলার। এই নিয়ে চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা দাড়াল ৭৮০ জন। সোমবার ১২ জুলাই চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ২১৭৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা পজেটিভ আসে ৮২১ জনের। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ৫২৭ জন এবং ২৯৪ জন বিভিন্ন উপজেলার। মৃত্যু সংখ্যা ৯ জন। যা মহানগরে ৩ জন এবং৬ জন বিভিন্ন উপজেলার হিসাবে উল্লেখ করা হয়। উপজেলা ভিক্তিতে নমুনা সংগ্রহের মধ্যে পজেটিভ আজকে( সোমবার ) সবচেয়ে বেশি শনাক্ত হয় হাটহাজারীতে ৫৭ জন, সীতাকুণ্ড ১৪ জন, মিরশ্বরাই ৩৮ জন, রাউজান ৩৫ জন,রাঙ্গুনীয়া ২৭ জন , ফটিকছড়ি ৬ জন, , সন্দ্বীপ ১৬ জন, , লোহাগাড়া ৩ জন, সাতকানিয়া ৮ জন, বাঁশখালী ১১ জন, চন্দনাইশ ১২ জন, আনোয়ারা ২৩ জন, এবং বোয়াখালী ২৭ জন,পটিয়া ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয় এবং সিভিল সার্জন রির্পোট থেকে জানা যায় সবচেয়ে বেশি নমুনা সংগ্রহ করেন এন্টিজেন টেস্ট ল্যাব ৬৬৩ টি নমুনা সংগ্রহের মধ্যে ২২৮ জনের পজেটিভ। যা মহানগরীতে ৬৮ জন এবং ১৬০ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে করোনা প্রধান পরীক্ষাগার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বি.আই.টি. আই.ডি চট্টগ্রাম) ২৯১ টি নমুনা সংগ্রহের মধ্যে পজেটিভ আসে ৫৭ জনের। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ৪৫ জন বাকী ১২ জন বিভিন্ন উপজেলার। তাছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ভেটোরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ২২৯ টি নমুনা সংগ্রহ করে ৬৬ জনের করোনা শনাাক্ত হয়। এতে মহানগরে ২৫ জন বাকী ৪১ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব ১৭০ টি নমুনা সংগ্রহ করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়। এতে ৮৬ জন মহানগরীতে এবং ২৯ জন বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩২৪ টি নমুনা সংগ্রহ করে, ১২৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এতে ৯৬ জন মহানগর বাকী ২৭ জন উপজেলার। ইমপেরিয়াল হাসাপাতাল ল্যাবে ২১৭ জনের নমুনা সংগ্রহ করে ১০১ জনের নমুনা শনাক্ত হয়। এর মধ্যে ৯৬ জন মহানগরে বাকী ৫ জন উপজেলার। চট্টগ্রাম মাও শিশু হাসাপাতাল, আগ্রাবাদ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৫৩ টি নমুনা সংগ্রহ করে ২৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এতে ২০ জন মহানগরেন বাকী ৩ জন উপজেলার। চট্টগ্রাম জেনারেল হাসাপাতাল (আর.টি.আর.এল) ল্যাবে ৩৭ জনের নমুনা সংগ্রহ করে ২২ জনের করোনা শনাক্ত হয়।এতে ১৭ জন মহানগরে বাকী ৫জন উপজেলার। মেডিকেল সেন্টার ল্যাব ২২ টি নমুনা সংগ্রহ করে ১২জনের করোনা শনাক্ত হয়। ১৭ জন মহানগরীতে বাকী ৩ জন উপজেলার। ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল হাসপাতাল ল্যাব ২৭ জনের নমুনা সংগ্রহ করে ৪ জনের করোনা শনাক্ত হয়। বেসরকারি ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪১জনের নমুনা সংগ্রহ করে ৭০ জনের পজেটিভ শনাক্ত হয়। এতে মহানগরীতে ৬৫ জন, বাকী ৫ জন বিভিন্ন উপজেলার। সরকারি এবং বেসরকারি সর্বমোট ১২ টি ল্যাবের মধ্যে ১১টি ল্যাব গত ২৪ ঘণ্টায় ২১৭৪ জনের নমুনা সংগ্রহ করে মোট ৮২১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় শেভরণ ক্লিনিক ল্যাব কোন নমুনা পরীক্ষা করা হয়নি। এই নিয়ে চট্টগ্রামে করোনা পজেটিভের সংখ্যা দাড়াল ৬৫ হাজার ৮২৯ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ৫০ হাজার ৬৬১ জন এবং উপজেলা ১৫ হাজার ১৬৮ জন। চট্টগ্রামে এই পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয় ৭৮০ জন, যা মহানগরে ৫০০ জন, বিভিন্ন উপজেলা ২৮০ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে