গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বাস্থ্য সেবায় এফআইভিডিবির মমতা প্রকল্প কেওআইসিএ এর আর্থিক ও সেভ দ্যা চিল্ডেন এর কারিগরী সহযোগীতায় কাজ করে যাচ্ছে। ২০১৮ সালের জানুয়ারী থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে উপজেলার ৪টি  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কেন্দ্রের পূণ: সংস্কার ও একটি আংশিক সংস্কার করে  বিনা মূল্যে সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা নরমাল ডেলিভারী সার্ভিস চালু করেছে। মাঠ পর্যায়ে মা ও নব জাতকের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত কল্পে স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে  এ্যাডভোকেসি সভা এবং স্কুল ভিত্তিক কিশোর কিশোরীদের স্বাস্থ্য শিক্ষাসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

মমতা প্রকল্পের গোলাপগঞ্জ উপজেলা কো- অডিনেটর মোহাম্মদ আলমগীর খান জানান,  বর্তমান করোনা ভাইরাস প্রার্দুভাব রোধ কল্পে জন সচেতনতা বৃদ্ধি, জনস্বাস্থ্য সুরক্ষায়ও মমতা প্রকল্প কাজ করছে। ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেলিভারী ইউনিটের সম্মুখে এবং ইউনিয়ন পর্যায়ে ৫টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষায় তাৎক্ষণিক হ্যান্ড ওয়াশের জন্য বেসিন স্থাপন করেছে। এছাড়া নিয়মিত টেলি মেডিসিন সেবা অব্যাহত রেখেছে। মমতা প্রকল্পের পক্ষ থেকে করোনা কালীন মা ও নব জাতকের মৃত্যু রোধে গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা বাড়ীতে না থেকে স্বাস্থ্য বিধি মেনে স্ব-স্ব এলাকার নরমাল ডেলিভারী কেন্দ্রে গিয়ে গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে