গোলাপগঞ্জ(সিলেট) ধেকে,আজিজ খান: গোলাপগঞ্জ সেকেন্ড চান্স এডুকেশন বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অথিতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ পরিচালক তাহ্মিনা খাতুন বলেছেন প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। প্রাথমিক শিক্ষা পূর্ণাঙ্গ বাস্তবায়নে ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের যারা এখনো বিদ্যালয়মুখী হয়নি সে সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে আসতে হবে

শনিবার উপজেলার লক্ষণাবন্দ আঞ্চলিক স্কাউট ভবন অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অফিসার চিন্তাহরণ দাশের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা সহকারী পরিচালক সুবীর চৌধুরী, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম।
উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মো. মফিজ উদ্দিন ভূঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, পারভেজ তালুকদার, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দাড়ীপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান ও গীতাপাঠ করেন ২নং চৌধুরীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল চক্রবর্তী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে