unnamed

বিডি নীয়ালা নিউজ(৪ই ফেব্রুয়ারী১৬)-  গাজীপুর প্রতিনিধি :  গাজীপুরের বোর্ডবাজার এলাকায় মেট্রিক্স সোয়েটার কারখানা ভয়াবহ আগুন লাগার ঘটনায় প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও কর্মপরিবেশ ঠিক রাখার জন্য কারখানাটি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অপরদিকে ঘটনা তদন্তে কাজ করছে জেলা প্রশাসন কর্তৃক গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানায় পুলিশ মোতায়েন রয়েছে।

আগামী ৬ ফেব্রুয়ারি কারখানাটি খুলে দেয়ার কথা রয়েছে। এছাড়া ৪ ফেব্রুয়ারি শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

উল্লেক্ষ্য , গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে বোর্ডবাজার এলাকায় লাবিব গ্রুপের ‘ম্যাট্রিক্স সোয়েটার’ নামের কারখানার আট তলা ভবনের গুদাম ঘরে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী, সাভার ইপিজেড ও ঢাকার ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের।

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে