মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালের রসুলপুর গ্রামের গর্ভবতী স্ত্রী লাইলী বেগমকে হত্যার দায়ে ঘাতক স্বামী জুয়েলকে মৃত্যুদণ্ডাদেশ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, দাম্পত্য কলহের জেরে ২০০৭ সালের ২৩ জুলাই রাতে জুয়েল তার ৭ মাসের গর্ভবতী স্ত্রী লাইলী বেগমকে যৌতুকের দাবিতে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই গর্ভবতী লাইলী নিহত হন। ঘটনাটি থামাচাপা দিতে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে জুয়েল প্রচার করতে থাকে। এতে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বিষয়টি বুঝতে পেরে জুয়েল কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

পরদিন নিহতের বড় বোন রাবেয়া খাতুন ২০০৭ সালে ২৪ জুলাই ক্ষেতলাল থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ শুনানি শেষে ওই যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মামলার অপর দুই আসামি লিলি বেগম ও আবদুল জলিলকে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা না পাওয়ায় আদালত তাদের খালাস দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে