সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ৪টি উপজেলার ২২টি ইউনিয়নে ৪শ’ কৃষককে ৮০০শ’ কেজি বন্যা সহনশীল ধানবীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে সদর কুড়িগ্রাম উপজেলার যাত্রাপুর ইউনিয়ন ফেডারেশন অফিসে ধানবীজ বিতরণ করেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর।

আরডিআরএস বাংলাদেশ’র ট্রান্স বাউন্ডারী ফ্লাড রেজিলেন্স ইন সাউফ এশিয়া প্রকল্পের আয়োজনে বন্যা সহনশীল ব্রিধান-৫২ এবং ব্রিধান-৯৩ বীজ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য শ্যামলী, রহিমুদ্দিন হায়দার, যাত্রাপুর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আব্দুল জব্বার, আকবর হোসেন প্রমুখ।

প্রথম দিনে যাত্রাপুর ইউনিয়নে ১৮জন কৃষকে ধানবীজ প্রদান করা হয় । বাকীদের পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে