স্টাফ রিপোর্টারঃ গতকাল আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্হানীয় সংবাদকর্মী’র মাধ্যমে জানতে পেরে বামনারটেকে ১০তলা ভবনের ৬ তলায় একটি আত্মহত্যা নাকি হত্যা ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে কিশোর গ্যাংয়ের বাধা ও হামলার শিকার হোন ২জন সাংবাদিক। জানা যায়- ২৬ জানুয়ারী রাত নয়টায় পুলিশের উপস্থিতিতে এমন জঘন্যতম হামলা করে কিশোর গ্যাং লিডার নিলয় ও আরিফ সহ তাদের সহযোগী আরও ৭-৮জন দফায় দফায়।নিহত যুবতী জান্নাতুল ফেরদৌস(কাকলী ২৪)’র মা হত্যাকান্ডের বিস্তারিত জানানোর সময় নিলয় ও আরিফ উপস্থিত থেকে বার বার বিভিন্নভাবে বাধা প্রদান ও হুমকি ধামকি দিয়ে ভীতি সৃষ্টি করার চেষ্টা করেন,

একপর্যায়ে ঘটনাস্থলে এসআই ভুক্তভোগী পরিবারের বড় ছেলের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার সময় কিসের স্বাক্ষর জানতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্য অসদাচরণ করেন এবং লাশ ও অভিযুক্ত হাসেমকে নিয়ে বেড়িয়ে পড়েন।অভিযুক্তকে পিকভ্যানে উঠানোর সময় ভিডিও ফুটেজ সংগ্রহকালে কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডার নিলয় ও আরিফের নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন সদস্য ক্যামেরা ও ক্যামেরা ব্যাগ কেড়ে নিয়ে এলোপাতাড়ি হামলা শুরু করেন সাংবাদিক মিরাজ সিকদার ও মাহমুদুল হাসান আশিকের উপর।হামলার হাত থেকে বাঁচার চেষ্টায় পুলিশ পিক-আপ ভ্যানে উঠার চেষ্টা করলে পুলিশ সদস্য’রা ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে জানা যায়- বিষয়টি জানতে পেরে উত্তরার সংবাদকর্মীরা থানায় মামলা করতে গেলে  থানায় প্রবেশে বাধা পাওয়ায় ২ঘন্টা পর্যন্ত অপেক্ষায় থেকে অতঃপর অফিসার্স ইনচার্জ মেহেদী হাসান বলেন আপনারা কাল আসেন তারপর শুনবো আপনাদের কথা।দীর্ঘ সময় অপেক্ষার পর অভিযোগ গ্রহন কালে সাংবাদিক’রা ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবী জানান।একাধিক বার চেষ্টা করেও পাওয়া যায়নি ঢাকা উত্তর জোনের উপ পুলিশ কমিশনার’কে।হামলার শিকার সাংবাদিক’রা বলেন থানায় মামলা দায়ের করতে পারিনি, তবে কর্তৃপক্ষ অভিযোগ গ্রহন করেছেন। আরও জানান থানায় সুফল না পেলে বিজ্ঞ আদালতের দ্বারস্থ হবো।

dailymuktakhabar

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে