কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে এক মানুষিক অসুস্থ্য নাবালককে স্মার্ট মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে স্বর্নালঙ্কার চুরি করে এনে স্থানীয় এক বানিয়ার দোকানে বিক্রির অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেছে চুরি হয়ে যাওয়া স্বর্নালঙ্কারের মালিক সবুজ মিয়া। অভিযোগ সূত্র জানাযায় মাগুড়া ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী পূর্বপাড়া গ্রামের আজহারুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৩), মৃত আলতাফ হোসেনের ছেলে গোলাম মোস্তফা (২৪), মৃত আতিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইসলাম (২৮) গত ২৫ ফেব্রæয়ারী/২০২৩ইং তারিখে দুপুর আনুমানিক ১টার সময় একই গ্রামের সবুজ মিয়ার মানুষিক অসুস্থ্য নাবালক ভাগিনা বুলবুল হোসেনকে স্মাট মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সবুজ মিয়ার ভাইয়ের স্ত্রী সুমারী বেগমের স্টীলের বাক্সে রাখা ১.৫ ভরি স্বর্ণালঙ্কার বাহির করিয়া নিয়ে এসে স্থানীয় খিলালগঞ্জ বাজারের মৃত হৃদয় চন্দ্র রায়ের ছেলে বানিয়া নিমাই চন্দ্র রায়ের দোকানে বিক্রি করে। এ ব্যাপারে বানিয়া নিমাই চন্দ্রের সাথে কথা হলে তিনি ১.৫ ভরি স্বর্ণালঙ্কার নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলেন আমি তাদের নিকট থেকে ১৪ হাজার টাকা দিয়ে স্বর্ণালঙ্কার গুলো ক্রয় করেছি। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি অভিযোগ হলে স্বর্নালঙ্কার চুরির বিষয়টি নিয়ে এএসআই মন্জুরুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান বিষয়টি নিয়ে আগামীকাল বসার কথা এছাড়া এ ঘটনার সাথে অভিযোগকারীর আপন ভাগিনা জড়িত আছে বলে জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে