স্টাফ রিপোর্টারঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।রবিবার এ দিবসকে ঘিরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-বেসরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান,এনজিও, ব্যবসা প্রতিষ্ঠানের ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। এরপর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্য নিয়ে অনলাইন ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন,আলোচনা সভা ছাড়াও মসজিদ মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা,বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন ও রচনা প্রতিযোগিতা ,পুরস্কার বিতরণ।এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শোক-শ্রদ্ধায় স্মরণ করতে সর্বস্তরের জনতার ঢল নামে।এসময় উপজেলা প্রশাসনিক চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের প্রতিকৃতিতে, উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামীলীগসহ সহযেগী সংগঠন,পুলিশ প্রশাসন ওবিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট)উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী,সহকারী কমিশনার (ভূমি)সানজিদা রহমান,বীর মুক্তিযোদ্ধাদ্বয়,ওসি আব্দুল আউয়াল,উপজেলা আ’লীগ সভাপতি জাকির হোসেন বাবুল,সাধারণ সম্পাদক মশিয়ার রহমানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রমুখ।পুষ্পস্তবক অর্পণ শেষে১৫ ই আগস্ট এঁর কালো রাতে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে