মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ নেশা ছেড়ে কলম ধরি,মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক সমন্বিত কর্মপরিকল্পনা (সিএপি) অনুযায়ী মাদকের ক্ষতিকর প্রভাব,অপব্যাবহার রোধ এবং মাদক নির্মূলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্তরে ২৮ শে মে রবিবার বিকাল ৫ টার সময় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়্যারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নীলফামারীর মোহাম্মদ শরীফ উদ্দিন,কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দি।

এসময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজমসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও ৯ ওয়ার্ড সদস্য ও ৯ ওয়ার্ডের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে