কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি: ২৮ মার্চ/২০২৩ ইং মঙ্গলবার বিকালে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান সংসদের অর্থায়নে ও উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে নীলফামারীর কিশোরগঞ্জে ভিক্ষুক পূণর্বাসন ও বিকল্প কর্মস্থান কর্মসুচি ও পূনর্বাসন উদ্যোগ (ক্ষুদ্র ব্যবসা মুদি) দোকানের শুভ উদ্বোধন করেন নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফরহাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয়পার্টির কিশোরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রশিদুল ইসলাম,মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টি মাগুড়া ইউনিয়ন শাখার সভাপতি আখতারুজ্জামান মিঠু, ইউপি সদস্য ইব্রাহীম খলিল ও উপজেলা ছাত্র সমাজের সভাপতি নুর আলম সিদ্দিক প্রমুখ। এ সময় মাগুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দর্জিপাড়া গ্রামের ভিক্ষুক সামসুদ্দিনকে ভিক্ষাবৃত্তির পরিবর্তে কর্মের সন্ধানে ভিক্ষুক পূণর্বাসন ও বিকল্প কর্মস্থান কর্মসুচি ও পূনর্বাসন উদ্যোগ এর আওতায় মালামালসহ (ক্ষুদ্র ব্যবসা মুদি) দোকান ধরে দেয়া হয়। দোকান উদ্বোধন শেষে একটি বিশেষ মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে