কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মাগুড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৯ব্যাচের ঈদ পুনর্মিলনী ও সাংকৃতিক অনুষ্ঠান বুধবার দুপুর ১টায় অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের মাননীয় সাংসদ আহসান আদেলুর রহমান, মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু,অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিক, জিন্নুর রহমান ও প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ।

অনুষ্ঠান চলাকালিন সময় এসএসসি ৮৯ব্যাচের ছাত্র ছাত্রীদের কৃতি সন্তানদের হাতে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা।

টিআই জাহিদ সরওয়ার এর সঞ্চালনায় ১৯৮৯ ব্যাচের বন্ধুরা পরিচিত পর্বের মাধ্যমে অনুষ্ঠান প্রথম পর্ব শেষ হয়। পরে কুড়িগ্রাম জেলা থেকে আগত শিল্পিদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, এতে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পি সানি সহ অনেকে। আয়োজনে শিক্ষার সাথী মানবিক উন্নয়ন সংস্থা, মাগুড়া, কিশোরগঞ্জ, নীলফামারী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে